হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি তথ্য


বিশ্ববিদ্যালয় ভর্তি-২০১৬

আজকের প্রসঙ্গ HSTU এবং এর বিভিন্ন

  • ইউনিটের ভর্তি পরীক্ষা প্রসঙ্গঃ

১. HSTU কী ? এটি কোথায় অবস্থিত ?

# উত্তরঃ HSTU এর পূর্ণরূপ হচ্ছে Hajee

Mohammad Danesh Science & Technology

University. এটি উত্তরবঙ্গের প্রথম এবং

বাংলাদেশের দ্বিতীয় বিজ্ঞান ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । ১৯৯৯ সালে

প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি

দিনাজপুরে অবস্থিত ।

.

২. HSTU তে কি শুধুমাত্র বিজ্ঞান

বিভাগ থেকেই পরীক্ষা দেওয়া যায় ?

# উত্তরঃ না । HSTU তে বিজ্ঞান,

মানবিক ও বানিজ্য- এই তিন বিভাগ

থেকেই পরীক্ষা দেওয়া যায় ।

বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে A, B, D,

E & F ইউনিট । এদের মধ্যে B & D ইউনিট

দুটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং

সাব্জেক্টের ইউনিট ।

বানিজ্য বিভাগের জন্য রয়েছে C

ইউনিট । তবে C ইউনিটে বিজ্ঞান ও

মানবিক বিভাগের শিক্ষার্থীরাও

পরীক্ষা দিতে পারবে ।

আর মানবিক বিভাগের জন্য রয়েছে G

ইউনিট । তবে G ইউনিটে বিজ্ঞান ও

বানিজ্য বিভাগের শিক্ষার্থীরাও

পরীক্ষা দিতে পারবে ।

.

৩. HSTU তে পরীক্ষা দিতে রেজাল্ট

কেমন লাগে ?

#উত্তরঃ খুব বেশি না । SSC + HSC = 6.50

হলেই হয় । তবে SSC বা HSC এর

যেকোনোটিতে 3.00 এর নিচের

জিপিএ গ্রহণযোগ্য হবে নাহ ! অর্থ্যাৎ

SSC বা HSC দুটোতেই কমপক্ষে 3.00 এবং

মোট 6.50 থাকলেই হয় ।

.

৪. HSTU তে কি সেকেন্ড টাইমাররা

ভর্তি পরীক্ষা দিতে পারবে ?

#উত্তরঃ হ্যা, দিতে পারবে । সেকেন্ড

টাইম ভর্তি পরীক্ষা বন্ধের লক্ষ্যে HSTU

প্রশাসন থেকে গ্রহণ করা হয় নি । সো,

নো টেনশন ।

.

  • ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তক মানবন্টন,

অনুষদ ও বিভিন্ন ডিপার্টমেন্টের

আসনসংখ্যা সংক্রান্ত বিষয়াবলীঃ

.

HSTU তে প্রতিটি ইউনিটেই ১০০

মার্কের MCQ পরীক্ষা হয় । আর চতুর্থ

বিষয়সহ SSC এর জিপিএ কে 4 দ্বারা গুণ

করে এবং HSC এর জিপিএ কে 6 দ্বারা

গুণ করে যোগ করে ৫০ মার্কের মধ্যে

রেজাল্ট স্কোর হিসাব করা হয় । তার

মানে মোট স্কোর হিসাব হয় ১০০+৫০ =

১৫০ মার্কের মধ্যে ।

তবে শুধুমাত্র E Unit (আর্কিটেকচার) এর

জন্য অঙ্কনের উপর ৫০ মার্কের অতিরিক্ত

পরীক্ষা দিতে হয় । তার মানে E Unit এর

স্কোর হিসাব হয় মোট ১০০+৫০+৫০ = ২০০

মার্কের মধ্যে ।

.

A Unit > Total 605 Seats

1. Agriculture (Ag) : 250 seats

2. Agriculture & Agribusiness : 125 seats

3. Fisheries : 110 seats

4. Veterinari & Animal Science : 120 seats

.

# Mark_Distribution : Total 150 marks

1. Physics = 25 marks

2. Chemistry = 25 marks

3. Biology = 25 marks

4. English = 25 marks and

5. Result Score = 50 marks

………..

………..

B unit : # Faculty_of_CSE > Total 210 Seats

1. Computer Science & Engineering (CSE) : 70

seats

2. Electronics & Communication Engineering

(ECE) : 70 seats

3. Electrical & Electronic Engineering (EEE) : 70

seats

.

# Mark_Distribution : Total 150 marks

1. Physics = 25 marks

2. Chemistry = 25 marks

3. Math = 25 marks and

4. English = 25 marks

5. Result Score = 50 marks

………..

………..

C Unit : BBA > Total 240 seats

#Mark_Distribution : Total 150 marks

For Commerce :

1. Accounting = 25 marks

2. Management = 25 marks

3. English = 25 marks and

4. General Knowledge = 25 marks

.

For Scinece & Humanities Group:

1. Bangla : 40 marks

2. English = 40 marks

3. General Knowledge = 20 marks

………..

………..

D Unit : # Faculty_of_Engineering > Total 220

Seats

1. Mechanical Engineering (ME) : 50 seats

2. Civil Engineering (CE) : 50 seats

3. Agricultural Engineering (AE) : 60 seats

4. Food Process & Engineering : 60 seats

.

#Mark_Distribution : Total 150 marks

1. Physics = 25 marks

2. Chemistry = 25 marks

3. Math = 25 marks and

4. English = 25 marks

5. Result Score : 50 marks

………..

………..

E Unit : Only # Architecture : 35 seats

.

#Mark_Distribution : Total 200 marks

1. Physics = 25 marks

2. Chemistry = 25 marks

3. Math = 25 marks and

4. English = 25 marks

5. Drowing : 50 marks

6. Result Score : 50 marks

………..

………..

F unit : # Science_Faculty > 310 seats

1. Physics (PHY): 75 seats

2. Chemistry (CHE) : 75 seats

3. Mathematics (MAT): 80 setas

4. Statistics (STA) : 80 setas

.

#Mark_Distribution : Total 150 marks

1. Physics = 25 marks

2. Chemistry = 25 marks

3. Math = 25 marks and

4. English = 25 marks

5. Result Score = 50 marks

.………..

………..

G Unit : Faculty of Social Science & Humanities >

Total 330 seats

1. English : 110 seats

2. Economics : 110 seats

3. Sociology : 110 seats

.

#Mark_Distribution : Total 150 marks

1. Bangla = 30 marks

2. English = 50 marks

3. General Knowledge = 20 marks

4. Result Score = 50 marks

.

আর মোট আসনের অতিরিক্ত হিসেবে

মুক্তিযোদ্ধা কোটায় ৫%, আদিবাসী/

উপজাতি কোটায় ১%, বিশ্ববিদ্যালয়ে

কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের

সন্তানদের জন্য ১%, BKSP থেকে পাশ

করা শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৫

জনকে খেলোয়ার কোটায় ভর্তি

করানো হয় ।

আর বিদেশী শিক্ষার্থীদের জন্য মোট

৫০ টি আসন সংরক্ষিত আছে ।

বি.দ্র:২০১৬-১৭ এর সার্কুলার শীঘ্রই

প্রকাশ করা হবে।

Leave a comment